গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মন্ত্রী ইমরান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২১ মে, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ দাপ্তরিক কাজে গিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যে। প্রাকৃতিক দুর্যোগ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তার নির্বাচনীয় এলাকা জৈন্তা,গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগের কারণে মধ্যপ্রাচ্য সফর সংক্ষিপ্ত করে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন এলাকা পরিদর্শনকালে খাদ্য সমগ্রী বিতরণ করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকার প্রতিটি সাংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন নির্বাচনীয় এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষের খবর নিতে। এই দুযর্যোগ কালীন সময় সরকার আপনাদের পাশে রয়েছে। আপনাদের জন্য যা যা করণীয় সরকার তা করবে। ইতোমধ্যে সিলেটের বন্যাদুর্গত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমার ঐচ্ছিক তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলায় আরো ১২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কালীন সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাস চন্দ্র পাল ছানা, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, ফারুক আহমদ, সিরাজ উদ্দিন, লুৎফুল হক, নাছির উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সিলেট জেলা যুবলীগ নেতা এম,মহিউদ্দিন মহি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, বিধান চন্দ, সোহান দে, মিছবাহ আহমদ, প্রমুখ ।
মন্ত্রী সকাল সাড়ে ১০টায় নন্দীরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণ বিতরণ করেন। এবং দুপুর ১২টায় গোয়াইনঘাটের ১০ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন, সদর ইউনিয়ন, লেঙ্গুড়া ইউনিয়ন, ডৌবাড়ী ইউনিয়ন ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain