শিরোনাম :
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান মেধা অন্বেষণে জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পিঠা উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ক্লাব শাখা গঠন সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা গ্রেপ্তার বিভক্তি নয়, দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে-মুহাম্মদ ফখরুল ইসলাম জালালপুরে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন মহানগর বিএনপির বিজয় র‌্যালিতে খন্দকার মুক্তাদির শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সামনে এম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মে, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে এম্বুলেন্স চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিকের বাড়ি মৌলভীবাজারে।

ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সমন্বয়ক ডা কায়সার খোকন বলেন, আমাদের এখানে আসার আগেই আব্দুল মালিক মারা যান। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে, হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, হাসপাতাল চত্বরের ভেতরে সবসময় বেসরকারি এম্বুলেন্স ভিড় করে থাকে। তাদের কারণে রোগীদেরও দুর্ভোগ পোহাতে হয়। এসব এম্বুলেন্সের অদক্ষ চালকরা হাসপাতাল চত্বরেও বেপরোয়া গতিতে গাড়ি চালায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ এম্বুলেন্সটি আটক করেছে। তবে তার চালক সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এদিকে ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, সজিব আহমদ এম্বুলেন্সটির চালকের সহকারি। সে চালকের অনুপস্থিতিতে এম্বুলেন্সটি চালাচ্ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain