অনুসন্ধান নিউজ :: সিলেটের মদিনা মার্কেটের ব্যবসায়ী রনি পেইন্ট ও হার্ডওয়্যার এর স্বতাধিকারী মোঃ আবুল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মদিনা মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) বাদ এশা মদিনা মার্কেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সহ সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদের পরিচালনায় উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বলাই দত্ত, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক ভিডিও কলে ব্যবসায়ীদের সাথে একাত্নতা পোষন করেন, এসময় আরো উপস্থিত ছিলেন মদিনা মার্কেটের ব্যবসায়ী মাসুক মিয়া, সাচ্চু মিয়া,সায়েদ মিয়া, ফরিদ মিয়া,,সাদিকুল বেগ, শামীম আহমদ, ওসমান বেপারী সহ প্রায় শতাধিক ব্যবসায়ী বৃন্দ। এসময় বক্তারা অতি দ্রুত হামলাকারীদের চিন্তিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। নতুবা ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। জানা যায় বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিটে ব্যবসায়ী আবুল হোসেন মদিনা মার্কেট থেকে তার বাসায় যাওয়ায় উদ্যেশে রওয়ানা দিলে নয়াপাড়া পুকুর পাড়ে পৌছা মাত্র আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা আবুলের উপর হামলা চালায়। এসময় আবুলের মাথায় ও সারা শরীরে আঘাত করে, তার সাথে থাকা নগদ ২ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয়। পরে আবুলকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়