অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর আখালিয়া ধানুকারা পাড় এলাকা থেকে নয় দিন ধরে ১৮ বছরের এক যুবক সালমান আহমদ নিখোঁজ রয়েছে। গত (২৩ জুন) দুপুর পর্যন্ত ওই যুবক কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ২৫ জুন নিখোঁজ যুবকের মাতা মোছা: আজিজুন নেছা (৪০), স্বামী ধনাই মিয়া স্থায়ী ঠিকানা-দয়ামির মন্ডলপুর থানা ওসমানীনগর বর্তমান টিকানা আখালিয়া ধানুকার পাড় থানা কোতোয়ালী জেলা সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিডি নং ২২০৩/২৫-০৬-২২ইং।
নিখোঁজ যুবক এর নাম সালমান আহমদ(১৮)। সে ওসমানীনগর উপজেলার -দয়ামির মন্ডলপুর গ্রামের ধনাই মিয়ার ছেলে। তবে বর্তমানে আখালিয়া ধানুকার পাড় এলাকায় ২১ নং বাসায় ভাড়াটি হিসাবে বসবাস করছে।
নিখোঁজ যুবকের পরিবারের সূত্রে জানা গেছে, গত ২৩ জুন বেলা ১১ দিকে সালমান আহমদ বাসা থেকে বেড়ানোর উদ্যোশে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সালমান আহমদ আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত ২৫জুন মোছা: আজিজুন নেছা সিলেট কতোয়ালি থানায় জিডি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে।