অনুসন্ধান নিউজ :: স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার রশিদিয়া দাখিল মাদরাসা ও ফতেহপুর কামিল মাদরাসায় বন্যার্তদের মধ্যে ত্রাণ ১ জুলাই শুক্রবার বিতরণ অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ পূর্বে রশিদীয়া মাদরাসায় এক অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
স্বাশিপের সিলেট জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মূয়ীনুল ইসলাম এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সলিম উল্লাহ, ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুদ্দোহা, সৈয়দপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, শেখ ফজিলাতুন নেছা ফাজিল মাদরাসার মাওলানা ওয়ারিছ উদ্দিন, সফির উদ্দিন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ, আব্দুল গফুর স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, শাহ খুররম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুজ জাহির, হাজী আব্দুস সত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুশ শাকুর, ফতেহপুর কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, রশিদিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা উসমান গণি, হাজী আদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুনায়েদ আহমদ খুরাশানী, গোটাটিকর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ সুজন খান, সৈয়দপুর ফাজিল মাদরাসার মাওলানা মোঃ ফখরুল আমিন, রশিদীয়া দাখিল মাদরাসার এইচ এম আব্দুল বাসিত, মোঃ লুৎফুর রহমান, মোঃ মুমিনুল ইসলাম, বিটিভির ক্যামেরা পার্সন এস এম আকবার আলী, ফটোক্রেডিট মোঃ শাকিল হোসাইন ও মোঃ শাহরিয়ার আহমদ প্রমুখ।
স্বাশিপ নেতৃবৃন্দ দুই প্রতিষ্ঠানে মোট ৩০০শতাধিক পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, হাফ লিটার তেল ও হাফ কেজি লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী প্রদান করেন।
আগামী কাল সুনামগঞ্জ সদর উপজেলার শিল্পকলা একাডেমীতে এবং ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে ৩০০ শতাধিক পরিবারে খাদ্য বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি