অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে বন্যা দূর্গত মানুষের মাঝে নৌকা ও পূনর্বাসনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেলে জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত মানুষের মাঝে নৌকা ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, অর্থ সম্পাদক মো. আমজাদ আলী, আপ্যায়ন সম্পাদক রাসেল আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া আমিনীয়া মঙলীপার হাজীনগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, দারুস সালাম নন্দিরগাঁও মাদ্রাসার মোহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী, মাওলানা হাসান আহমদ, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আব্দুল মুছাব্বির প্রমুখ।
নগদ অর্থ বিতরণকালে সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বলেন, আমি মানব সেবাকে ইবাদত হিসেবে মনে করি। এই দূর্যোগকালীন সময়ে তাদের পাশে থাকতে পেরে আমরা সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ গর্বিত।