শিরোনাম :
সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সভা সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলণের প্রস্তুতি সভা সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের প্রচার মিছিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও গ্রেপ্তার শাহজাহান ওমর-‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ হবিগঞ্জে আ.লীগ নেতা সাইফুলসহ গ্রেফতার-২ আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে বিপিজেএ সিলেটকে সাউন্ড সিস্টেম প্রদান সিএনজির চালক সুজিত হ ত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

কামাল উদ্দিন রাসেল এর কারা মুক্তির দাবীতে সিলেট বাউল কল্যাণ সমিতির মানববনন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল এর কারা মুক্তির দাবীতে সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল বিকালে সিলেট নগরীর তালতলা পয়েন্টে এক বিশাল মানববনন্ধন কর্মসূচী পালন কার হয়, সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সিনিয়র সভাপতি বাউল বিরহী লাল মিয়ার সভাপতিত্বে ও বাউল নুনু গাজী পরিচালনায়,
এসময় প্রধন অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্যকার সাহেদ মোশারফ কটাই মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন বাউল কল্যাণ সমিতির সহ সভ্পাতি মুজিবুর রহমান মুজিব, গীতিকার ইরন মিয়া, গীতিকার এম তছির আলী, বাউল সিরাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বাউল সমিতি সভাপতি বাউল শাহজাহান সিরাজ, সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাউল উদাসি মুজিব, শাহ আরকুম আলী মাজার কমিটির উপদেষ্ট বুহান উদ্দিন ভান্ডারী, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সহ সভাপতি বাউল হীরা মহন লাল।
মানববন্ধনে বক্তরা বক্তব্য বলেন, প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে-সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল তিনি সরল মনের মানুষ ও বাউল পিষ্টপোষক সুস্থধারা বাউল গান ফিয়ে আনতে ছিলো যার অপার ভূমিকা, উনাকে ষড়য়ন্ত্রকরে মিথ্যা মামলা দিয়ে ফাসানো হয়েছে এটা আমাদের বিশ^াস। তাই সরকারে প্রতি শ্রদ্ধা জানিয়ে ষড়য়ন্ত্র মুলক মিথ্যা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবী জানানো হয়।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, বাউল জুয়েল আহমদ, বাউল তছকির আলী,বাউল সূর্য লাল, বাউল জবান আলী, বাউল সাজিদ মিয়া, বাউল জি এস বশর, বাউল সৌভাগ্য দেবি,বাউল নিউ শাহানা, বাউল কালা শাহ , বাউল আজাদ মিয়া , বাউল শহিদ মিয়া, কাহার মিয়া, বাউল সিপন মিয়া, বাউল ফারুক মিয়া, বাউল শিতন বাবু, বাউল সফিক, বাউল আলি আমজাদ, বাউল আমিন মিয়া, বাউল ফরিদ উদ্দিন,বাউল বিভাষ,লিটন মিয়া প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহন করেন, কলিম শাহ বাউল সংঘ সুনামগঞ্জ উজার গাও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদ যুক্তরাজ্য প্রবাসী, বাংলাদেশ বাউল কল্যাণ ফোরাম ইউ কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন, বাংলাদেশ বাউল কল্যাণ ফোরাম ইউ কে ও সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain