অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর তালতলা সিদ্দেক মার্কেটে বাইকারস টাউন মটর ওয়াসব আজ বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের এবটি দল আদা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতি বা কোন ধনের হতাহতে ঘটনা ঘটেনী।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে নয়টায় এই আগুন লাগে। খবর পেয়ে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সিলেট নগরীর তালতলা সিদ্দেক মার্কেটে বাইকারস টাউন মটর ওয়াসব একটি দোকান দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে যাচ্ছেন। তখনো ধোঁয়া উঠছিল। আর দোকানিরা মালামাল উদ্ধারে ব্যস্ত ছিলেন।