শিরোনাম :
আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে গেলেন ড. ইউনূস সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন জায়গায় হাত দেবে না সরকার: ধর্ম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ ও লায়েকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্রউদ্ধার বিমান বন্দরে স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাহীন সংবর্ধীত আজ একমাস! বিপ্লবের ভাষা কি আমরা বুঝতে পেরেছি? পতিত স্বৈরশাসক বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি দুরে নয়! শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ১৬ সেপ্টেম্বর পবিত্র মিলাদুন্নবী (সা.)

হাবিব ব্যাংক কর্তৃক জাতীয় পতাকার অবমাননায় মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হাবিব ব্যাংক লিমিটেড সিলেট শাখায় জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড এর যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ২টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধ সংসদ কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক মনোজ কপালী মিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান এইচ এম বিশ্বাস পারভেজ, সঞ্জু পাল।
সভায় বক্তারা বলেন, আগস্ট মাস ষড়যন্ত্রের মাস। শোকের মাস। ১৫ই আগস্টে ধানমন্ডী ৩২নম্বরে যে লাশগুলি পড়েছিলো তা ১৬তারিখ পর্যন্ত থাকলো, কেউ সরালো না কেন? বঙ্গবন্ধুর সহ বঙ্গবন্ধুর পরিবার ও অন্যান্য জন সহ মোট ১৮জনকে হত্যা করা হয়েছিলো। শুধু বিদেশে থাকায় জননেত্রী শেখ হাসিনা বেঁচে থেকে যান। আবার ২০০৪ সালের ২১আগস্ট ষড়যন্ত্র! এই আগস্টেই পাকিস্তানী ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড সিলেট শাখায় জাতীয় পতাকার অপমান করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, যা আমাদেরকে বিস্মিত করেছে। তাদের বিচারের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২১ আগস্ট সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে এবং ২২ আগস্ট দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত কর্মসূচীতেগুলোতে বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain