শিরোনাম :
বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে জাতির মুক্তি সনদ-আবুল কাহের চৌধুরী শামীম দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরীর গণসংযোগ ও লিফলেট বিতরণ জুলাই যোদ্ধাদের’ জুলাই সনদ সাক্ষরিত করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা বিশ্বের শক্তিশালী ১০ পাসপোর্টের তালিকা থেকে ছিটকে গেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ স্বাক্ষর আজ, সবাইকে সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার আগামী ২৪ অক্টোবর থেকে একজনের টিকেটে আরেকজনের ট্রেনভ্রমণ বন্ধ বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ডেকেছেন ফখরুল এইচএসসিতে সিলেটে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ

খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন, ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো.মোবারক (২২)।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে বারোটায় ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে বারোটা দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশে থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভিতরে বসানোর সময়ে সৌর বিদ্যুতের খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের প্রাণহানি হয়।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্বপন হরিজন বলেন, দুপুরে রাস্তার পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভিতরে নেওয়ার সময় খুঁটিটি হেলে বিদ্যুতের মেইন তারে পড়ে যায়। এসময় খুঁটিটি বিদ্যুৎ সঞ্চালিত হলে তিন জন নিহত হন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, একটি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া এ ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain