শিরোনাম :
ছাতক সমিতি সিলেট এর প্রবাসী কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান সংবর্ধিত গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত আহত ১০ শহীদ জিল্লুল হক জিলু ইউনিটের আয়োজনে সৌদি প্রবাসী শেখ সম্রাটকে সংবর্ধনা সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে ব্যবসায়ী ফোরামের আনন্দ র‌্যালি সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা : সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল সিলেটে বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ ও ধর্মালোচনা বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম স্ট্যান্ডে ৫টির জায়গায় ৩০টি গাড়ি রাখা হচ্ছে : এসএমপি কমিশনার বিএনপির ক্ষমতায় আসলে গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে-জালালী পংকি বিয়ানীবাজারে ৩১ দফা বাস্তবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

আজ সমাধান হবেই, বিশ্বাস চা শ্রমিকদের

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আজ শনিবার চা শ্রমিকদের আন্দোলনের ১৯তম দিন। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে এখনও অনড় হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। তবে বিকেলে প্রধানমন্ত্রী যহেতু বাগান মালিকদের নিয়ে বসবেন তাই ওই বৈঠকেই বিষয়টির সমাধান হবে বলে আশা করছেন তারা।

চা শ্রমিকরা জানান, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১২০ টাকায় কিছুই হয় না। শিক্ষার্থীদের স্কুলে যেতে ৪০ টাকা ভাড়া চলে যায়। বাকি ৮০ টাকায় খাবার হয় না। এখন যেহেতু প্রধানমন্ত্রী মালিক ও শ্রমিকদের নিয়ে বসছেন তাই সমাধান হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন। আজ সমাধান হবেই এমন বিশ্বাস রয়েছে তাদের।

দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আজ যেহেতু প্রধানমন্ত্রী বৈঠক করবেন, আশা করছি আমাদের দাবির বিষয়টি সমাধান হবে। এটি নিয়ে যেন বাড়াবাড়ি না হয়। আমরা আশা করি আজ আন্দোলন শেষ হবে। দাবিও পূরণ হবে।

জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। এরইমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত গত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে নেতারা আন্দোলন প্রত্যাহার করেন।

পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন। এদিকে নির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রী আজ শনিবার বিকেলে বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন।

এদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে যোগ দিয়েছেন তাদের সন্তানরাও।

চা শ্রমিকের মেয়ে মুন্নি আহির বলে, ১২০ টাকা মজুরিতে আমরা পড়ালেখা করতে পারি না। পরীক্ষা দিতে পারি না। তাই আমরা আন্দোলনে এসে যোগ দিয়েছি।

লাভলী গোয়ালা বলেন, আমরা আমাদের মায়ের মজুরি বৃদ্ধির জন্য তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছি। যে মজুরি দেওয়া হয় তাতে আমরা বই, খাতা, কলম কিনতে পারি না। পরীক্ষার ফি দিতে পারি না। আমাদের যাতায়াত খরচ দৈনিক ৪০ টাকা খরচ হয়। ৮০ টাকায় আমাদের দুই কেজি চালও হয় না।

চা শ্রমিক স্বর্ণা সাও বলেন, যেহেতু প্রধানমন্ত্রী আজ (শনিবার) বৈঠকে বসছেন তাই আমরা আশা করি এটির সমাধান হবে। তিনি একটি সমাধান দেবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain