শিরোনাম :
১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উদ্যোগে দোয়া ও শীত বস্ত্র বিতরণ তারেক রহমানকে বরণ: সিলেট থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্ধ অনেক বাড়ানো হবে-সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে মুক্তাদির সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভায় খন্দকার মুক্তাদির ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই আরিফুল হক- হাকিম চৌধুরী সিলেটে ৭ দিনের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ- পুলিশ কমিশনার সিলেট নগরে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন করেন-পুলিশ কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে দেশপ্রেমের সবচেয়ে বড় পরীক্ষা- উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খছরুজ্জামান খছরু কে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রদলের মিছিল সিলেটের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

নগরীর কুমারপাড়ায় সিলমাউন্ট জেনারেল হাসপাতালের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, চিকিৎসা সেবায় বেসরকারী হাসপাতাল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। হাসপাতাল কর্তৃপক্ষকে অধিক মুনাফা লাভের ইচ্ছা পরিহার করে মানবসেবাকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসক ও স্টাফদের আচরণে পরিবর্তন আনতে হবে। দেশের চিকিৎসা ব্যবসার ক্রমশ উন্নতি হচ্ছে। আমাদের দেশের চিকিৎসকরা অনেক বেশী দক্ষ, যোগ্য ও পারদর্শী। কিন্তু কিছু ক্ষেত্রে চিকিৎসক ও স্টাফদের আচরণের কারণে মানুষ বিরক্ত হয়। যার ফলে সব ধরনের সুবিধা থাকার পর চিকিৎসার জন্য মানুষ দেশের বাইরে যেতে বাধ্য হয়। মানবতার কল্যাণকে অগ্রাধিকার দিয়ে রোগীর সাথে ভালো আচরণ করলে চিকিৎসার জন্য বিদেশমুখীতা কমে আসবে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিকিৎসা সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে নগরবাসী এর সুফল ভোড় করতে পারবে। নগরীকে এগিয়ে নিতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর কুমারপাড়ায় সিলমাউন্ট জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইবনে সিনা হাসপাতাল সিলেটের পরিচালক ডা: মোদাব্বির হোসাইনের সভাপতিত্বে ও সিলমাউন্ট হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর রায়হান আহমদ সৌরভের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলমাউন্ট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান খালিদ মাদানী ইসলাম।
ঝেরঝেরি পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাকসুদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর এইচএমসি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা: ফজলুর রহিম কাউসার, মেট্রোপলিটন হাসপাতাল সিলেটের সাবেক পরিচালক মাওলান সোহেল আহমদ, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপর ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইবনে হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান, সিসিক ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলিম উদ্দীন, ঘাসিটুলা মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু, ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মোশাহীদ আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর এইচএমসি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain