নিউজ ডেস্ক :: শুল্ক কমানোর পর সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাতে প্রজ্ঞাপন জারি হবে।’
ডিজেলের আগাম কর ৫ শতাংশ প্রত্যাহার এবং আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের পরদিন এই সিদ্ধান্ত হলে।
নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।