অনুসন্ধান নিউজ :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামীলীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা হত্যার রাজনীতি শুরু করেছে। গত কয়েক দিনে দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কয়েকজন নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারে নি, আওয়ামীলীগও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
শনিবার বিকেলে নগরীর কলাপাড়া ঈদগাহ মাঠে ১০ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য শেখ মইনুদ্দিন ও জালাল উদ্দিন শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, যুগ্ন আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খছরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, প্রধান নির্বাচন কমিশনার ও সাবে কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচিতে জনসম্পৃক্ততা দেখে আওয়ামীলীগ পাগল হয়ে গেছে। তাই তারা গুলি করে, হামলা করে আন্দোলনকে বন্ধ করে দিতে চায়।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান যখন নিরবিচ্ছিন্ন আন্দোলনের ডাক দেবেন, তখন সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই স্বৈরাশাসকের পতন নিশ্চিত করতে হবে।
সম্মেলনে আব্দুল হাকিমকে সভাপতি, সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিন রবকে সাংগঠনিক সম্পাদক করে ১০ নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আলী আকবর ফকির, সাইদুর রহমান বুদুরী, আব্দুল হাকিম, সেলিম আহমদ মাহমুদ, ছাব্বির আহমদ, নাসির উদ্দিন রব, আব্দুল হামিদ, মুক্তার আহমদ রাফি প্রমূখ।- প্রেস বিজ্ঞপ্তি