অনুসন্ধান নিউজ :: এসএসসি ‘৯১ অল ওভার বাংলাদেশ গ্রুপের ইউ,কে প্রবাসী বন্ধু সাদিক সেলিম ও রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সিলেট জিন্দাবাজারস্থ গ্রান্ড বাফেট রেষ্টুরেন্ট এন্ড বেনকুয়েট হলে ১৪ নভেম্বর রবিবার রাত ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
বিদায় একটি চিরন্তন সত্য। মানুষ এই পৃথিবীতে আসে পৃথিবীকে ভালোবাসে মায়ায় জড়িয়ে কাঁদে হাসে কেউ এসে দাঁড়ায় পাশে
তারপর বিদায় নিলে সবাই শোকে ভাসে। বিদায়ের পেছনেই কিছু স্মৃতি থাকে, কিছু কথা থাকে। প্রিয়জনের মন থেকে বিদায় হলে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা হয় সঙ্গী। বিদায় নিয়ে অনেক গল্পও রয়েছে, বিশেষ করে বিদায় সংবর্ধনা। প্রতিটি মানুষেরই জীবনে যাঁদের সঙ্গে যে সঙ্গ দিচ্ছে তাঁদের সঙ্গে অনেক মজার মজার স্মৃতি রয়েছে, অনুষ্ঠানে বন্ধুরা তাদের বক্তব্য বলেন,একটি কথাই বলব, ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’ আমরা আমাদের বন্ধুদ্বয়কে বিদায় দিতে গিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে।
আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করছি।’ বন্ধুরা যেখানেই থাকো, ভালো থাকো, সুস্ত এবং নিরাপদ থাকো, এই ভালোবাসা আমরা কোনদিন ভুলবেন না।
পুরো অনুষ্টানটি উপস্থাপনা করে সিলেট পাইলট স্কুলের শিক্ষিকা প্রিয় বন্ধু ফৌজিয়া আক্তার।