অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম এর উদ্যোগে জাতীয় যুব-২০২১ লাভ করায় সফল উদ্যোক্তা আমজাদ হোসেন চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১৪ নভেম্বর রোববার সন্ধ্যা ৭ টায় টিলাগড়স্থ যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর কো-অর্ডিনেটর এম.এস. ইমরোজ এরশাদ, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবীর, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর, নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আকতার কণা, প্রযুস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি এ.এ সাকির আহমদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল উদ্যোক্তা আমজাদ হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত আত্মকর্মী মোঃ জামাল খান, আব্দুল আহাদ শাহীন, সাহিদা বেগম, ফরিদা আলম, ইনসাফ ভিলেজ এন্ড ডেভেলপম্যান্টের সহ সভাপতি মুক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফরে ইয়াসমিন ও শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের প্রশিক্ষক সাবিনা ইয়াসমিন ও ইমরানুল বাহার, আত্মকর্মী নীলিমা আক্তার নিলা, উমেরা আফ্রিদা, শিক্ষাবিদ ইসমাঈল হোসেন, রুনা মজুমদার, তাহমিনা আক্তার জুই, আলী হোসেন, স্বদেশবাণী যুব সংঘের সভাপতি ইলিয়াস আকরাম, মোতাহের হোসেন সোহেল, জাহেদ চৌধুরী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দিমাম খান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, যুব সমাজ আমাদের বড় শক্তি। দরকার শুধু শিক্ষা, সচেতনতা এবং সুযোগ সৃষ্টি করে দেয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে মেধা ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শুধু চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের মাঝে যে সুপ্ত শক্তি রয়েছে- তার চিন্তা এবং মননকে বিকশিত করে সেই কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। যুব সমাজ নিজে কাজ করবে ও আরো দশ জনকে কাজের সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি