অনুসন্ধান নিউজ :: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিষয়ে সরকারি উদ্যোগ জোরদার করতঃ, চাউল, আটা, তৈল সহ দ্রব্যমূল্যের আশু নিয়ন্ত্রণ, এল.পি.জি. গ্যাস সিলিন্ডার, জ্বালানি তৈল ও যানবাহনের বর্ধিত ভাড়া কমানোর দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিলেট নগরীর কোর্টপয়েন্ট দুপুর ২টায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, অত্র সংগঠনের দীর্ঘ দিনের আন্দোলনের ফলে দুর্নীতি বিরোধী জনগণের অন্যতম প্রাণের দাবী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিষয়ে সরকারের এই উদ্যোগ এক ঐতিহাসিক। ঘোষিত সময় সীমার মধ্যেই সম্পত্তির হিসাব দাখিলের কার্যক্রম সম্পন্ন দেখতে চাই দেশবাসী।
বক্তারা বলেন, চাউল, আটা, তৈল সহ দ্রব্যমূল্যের আশু নিয়ন্ত্রণ, এল.পি.জি. গ্যাস সিলিন্ডার, জ্বালানি তৈল ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ জনগণের মধ্যে চরম অশান্তি বিরাজ করছে, পাশাপাশি সরকারের জনপ্রিয়তায় বিরূপ প্রভাব পড়ছে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগকে কাজ লাগিয়ে ফায়দা হাসিল করতে শুরু করেছে। করোনা মহামারীর কারণে দেশের সাধারণ জনগণের অবস্থা খুবই নাজুক। বিশ্ব বাজারে যখন তেলের দাম কম ছিলো তখন তেলের মূল্য সমন্বয় করা হয়নি, ফলে গত ৭ বছরে বিপিসি ৪৩ হাজার ১ শত ৩৭ কোটি টাকা মুনাফা করেছে। এই টাকার সিংহভাগ অর্থ সরকার বিভিন্ন খাতে ব্যয় করেছে। এই ব্যাপারে জ্বালনি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা খুবই জরুরী ছিল।
তা না করে গণশোনানী ও মন্ত্রী সভার বৈঠক ছাড়া জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে আইন লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে বলেন, এই মূল্য বৃদ্ধির কারণে দুর্বৃত্ত বাস মালিকরা জনগণের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। তেলের মূল্য বেড়ে ২৩% অথচ ভাড়া বাড়ানো হয়েছে ২৭% কেন? এটা মরার উপর খাড়ারঘা। অন্যদিকে এল.পি.জি. গ্যাস সিলিন্ডারের মূল্য দফা দফা বৃদ্ধি, করোসিন ও ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে কার স্বার্থে। এই মূল্য বৃদ্ধির ফলে বোরো রবি শস্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। আয়ের সাথে অসঙ্গতিহীন শত শত কোটিপতিদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষি, গ্যাস, বিদ্যুৎখাতে ভর্তিুকী বাড়ানোর আহবান জানান।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান ও রফিকুল ইসলাম শিতাব এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডাঃ মখলিছুর রহমান, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, অধিকার সিলেটের সমন্বয়ক সাংবাদিক মুহিবুর রহমান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক শহিদ আহমদ খান, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, সহ দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আমিন তাহমীদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সৈয়দ নুর আহমদ জুনেদ, নুরুল ইসলাম জিতু, অপু দাশ, হাবিবুর রহমান হাবিব, হাফিজ শরীফ আহমদ, সবুজ বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদুল ইসলাম দিদার, নাগরিক অধিকার ও পরিবেশ আন্দোলনের আহবায়ক আব্দুল হাসিব, সমাজসেবক আব্দুল লতিফ সরকার, ব্যবসায়ী নেতা ইয়াসিন বিন খায়ের প্রমুখ।