শিরোনাম :
৫ দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের স্মারকলিপি শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : তামান্না ৭ দফা দাবীতে জাগপা সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন কর্মসূচি পালন বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু পিআর পদ্ধতি নির্বাচনের দাবীতে সিলেট ইসলামী আন্দোলনের মানববন্ধন সালুটিকর বাজারে বিএনপির গণসমাবেশে কাইয়ুম চৌধুরী অবশেষে সিলেটের স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল-কিনব্রিজের নিয়ে পরিকল্পনা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল

আওয়ামীলীগ রাজনৈতিক সকল শিষ্টাচার বহির্ভূত আচরন করছে-খন্দকার আব্দুল মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সকল শিষ্টাচার বহির্ভূত আচরন করছে। পরিবহন বন্ধ করে, হামলা মামলা করে বাঁধা সৃষ্টি করা হয়েছিলো তারপরেও চট্টগ্রাম ও ময়মনসিংহে জনতার ঢল নেমেছে। সরকারের সকল অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে জনগন সোচ্চার রয়েছে। আগামী ২০ নভেম্বর সিলেট বিএনপি ইতিহাস সৃষ্টি করবে। ইতিমধ্যে সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৯টি ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আগামী কয়েকদিনের ভিতরে বাকি ওয়ার্ডগুলোর কাউন্সিল সম্পন্ন করা হবে। আপনারা রাজপথের সকল আন্দোলন, সংগ্রামের জন্য প্রস্তুত হউন। তিনি সিলেট মহানগর বিএনপির ১১নং ওয়ার্ডের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, যুবদল নেতা অর্জুন ঘোষ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাটের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম জালালি পংকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এড.হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজীব, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলে সভাপতি প্রার্থী শেখ জয়নাল আবেদীন, শেখ কবির আহমদ, সাধারন সম্পাদক মালেক আহমদ, আবু সাঈদ মোঃ তায়েফ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মারজান আহমদ।
কাউন্সিলে ৮টি পাড়া কমিটির ভোটারা তাদের সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে শেখ কবির আহমদ, সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ মোঃ তায়েফ ও সাংগঠনিক সম্পাদক পদে রাসেল আহমদ বিজয়ী হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain