অনুসন্ধান নিউজ :: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সাঈদ শাহিনের মুক্তির দাবিতে সদর উপজেলা যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিলটি ধুপাগুল বাজার প্রদক্ষিণ করে পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাজন আহমদ রাজু, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইসরাক হোসেন, জসিম উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন, তানভীর আহমদ, খাদিম নগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, যুবদল ও ছাত্রদল নেতা নজরুল ইসলাম, আনছার আলী, সাইচ্চা মিয়া, জিলানী, মিসবাহ উদ্দিন, সিদ্দিকুর রহমান, রেহান আহমদ কামরান, হাফিজুর রহমান, আলমগীর হোসেন, অনি, শামিম আহমদ, জুনেদ আহমদ, আনোয়ার প্রমুখ।