শিরোনাম :
সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশ বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ শহীদদের রক্তের শপথ নিয়ে দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে হবে : এড. এমরান চৌধুরী পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি নেতা আকতার রশীদ চৌধুরীকে সংবর্ধনা সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সভা সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলণের প্রস্তুতি সভা সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের প্রচার মিছিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও

সিলেটে বিএনপির গণসমাবেশ: ব্যানার-ফেস্টুনে ছেয়েছে নগরী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে দলটি ও তার অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন। সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে ছেয়ে গেছে। আর দলটির দায়িত্বশীলরা সমাবেশকে কেন্দ্র করে অব্যাহত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে সমাবেশস্থল নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দায়িত্বশীলরা জানিয়েছেন- সিলেট বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

সিলেটের গণসমাবেশ কেন্দ্র করে সিলেটের বিভিন্ন জেলাসহ উপজেলা পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সমাবেশ সফল করতে কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। এতে কেন্দ্রীয় নেতা থেকে শুরু থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন দায়িত্বপ্রাপ্ত নেতা মোয়াজ্জেম হোসেন আলালসহ একাধিক স্থানীয় পর্যায়ের নেতা প্রচার বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

সার্বিক বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন- ‘মঞ্চ নির্মাণ কিংবা অন্য কোনো প্রচার-প্রচারণায় আজ পর্যন্ত পুলিশ কোনো বাধা দেয়নি। বিএনপির নেতা-কর্মীরা গণসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন। মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে। ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের সমাবেশস্থল পরিদর্শন করেছেন।’

তিনি আরও বলেন- ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের দোহাই দিয়ে অলিখিতভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। লাগামহীন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ও সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সমাবেশস্থলের আশপাশসহ নগরের বিভিন্ন এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ভরে গেছে।
T

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain