গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। বুধবার (২৪ নভেম্বর ) দুপুরে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান উতু মিয়া, বিশিষ্ট মুরব্বি আব্দুর নূর মছলাই, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ার শাহজাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ প্রমুখ। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বাছাই ৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে, নির্বাচন সামনে রেখে গোলাপগগঞ্জ উপজেলার জনসাধারণ ও প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে নির্বাচন নিয়ে আলোচনা ও পর্যালোচনা।