শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিলে-খন্দকার আব্দুল মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি দলীয় নেতৃবৃন্দকে অবিলম্ব মুক্তি দিতে নইলে জনগণের দূর্বার আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসতে বাধ্য করা হবে। শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র স্বৈরশাসকের মত রাতের আধারে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করেছে এই অবৈধ সরকার। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ দিন থেকে কারান্তরীন করে রাখা হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শত শত নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। ভয়ভীতি, হামলা, মামলা গ্রেফতার করে দেখিয়ে চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে বিএনপিকে সরাতে চায়। সিলেটে স্বেচ্ছাসেবক দলনেতা বদরুল ইসলাম নজরুল, আলী আকবর রাজন, জাহিদুল ইসলাম সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। তিনি ১৬নং ওয়ার্ডের কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দকে সকল আন্দোলন, সংগ্রামসহ সাংগঠনিক কর্মকান্ডে শক্তিসালী ভূমিকা রাখার আহবান জানান। তিনি ১৬নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। সোমবার (২৬শে ডিসেম্বর) নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে বিকাল ৪টার সময় এই কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এ এইচ এম ছালেহ ইব্রাহিম এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন পান্না’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজীব, সৈয়দ মইন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড.আতিকুর রহমান সাবু, সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব চৌধুরী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মির্জা বেলায়েত আহমদ লিটন, ইকরাম আহমদ, বাবর আহমদ, আব্দুল জলিল, রুম্মান আহমদ, মজনু আহমদ, মতিউর রহমান শিমুল, রাহেল আহমদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain