শিরোনাম :
অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নগরীর মদিনা মার্কেটে মহানগর ছাত্রদল নেতা বিপুল হোসেন এর জন্মবার্ষিকী পালিত সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোয়াইনঘাটে জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে ড্রাইভার এর মৃত্যু সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী মনোনয়নপত্র বিতরন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচার করতে হবে ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ ধ্বংসকৃত শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী সিলেটে ১১দিনব্যাপী শহীদ জিয়া বইমেলা শুরু ২০ মে

স্বামী হত্যার দায়ে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের পলাশ হোসেনকে হত্যার দায়ে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নওগাঁর বদলগাছীর শমাপুর গ্রামের শফিউর রহমানের মেয়ে সনি খাতুন (২৯) ও তার পরকীয়া প্রেমিক জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাবলু মণ্ডলের ছেলে রনি হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ির সামনের পুকুর থেকে গলায় রশি দেওয়া অবস্থায় আবু বক্কর সিদ্দিকের ছেলে পলাশ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় স্ত্রী সনি খাতুন ও তার প্রেমিক রনি হোসেনকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে আসামি সনি খাতুন স্বেচ্ছায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের একটি খামার বাড়িতে চাকুরির সুবাদে রনি হোসেনের সঙ্গে পরিচয় হয় সনি খাতুনের। পরে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার স্বামী পলাশ হোসেন তাকে ও তার প্রেমিক রনি হোসেনকে নিয়ে সন্দেহ করতেন। সেই জন্য তারা দুজনেই নিজ ঘরে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ান। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে সে ও তার পরকীয়ার প্রেমিক শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

এ বিষয়ে জয়পুরহাট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain