শিরোনাম :
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে: আভা রাণী দেব সিলেট গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে সিলেটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত সিলেট মহানগর ২৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াত শহীদ জিয়ার জীবনাদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : আরিফুল হক চৌধুরী মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন-জালালিয়ায় মাহফিলে মাও: আরিফ বিল্লা সিদ্দিকী নবগঠিত জিসাস জেলা ও মহানগরের আহবায়ক কমিটির আনন্দ মিছিল সিলেট সীমান্তে ২ কোটি ৮১ লক্ষাধিক টাকার চোরাচালান আটক করেছে বিজিবি ভাবী খুন: ৯ ঘন্টার মধ্যে দেবর আটক

চিন্ময় চৌধুরী রচিত গ্রন্থ “জ্যোতিষ শাস্ত্রের কথা” বই এর মোড়ক উন্মোচন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চিন্ময় চৌধুরী (মিথুন) রচিত গ্রন্থ “জ্যোতিষ শাস্ত্রের কথা” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে নবেম্বের রোজ শুক্রবার বেলা ১টা সময় নগরীর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর, বাবার আশ্রম ও মন্দির করেরপাড়া সিলেট অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (অব:) ননী গোপাল দাস এর সভাপতিত্বে ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর, বাবার আশ্রম ও মন্দির করেরপাড়া সিলেট এর সভাপতি রিপন এষ চৌধুরী পরিচালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিরল জগদীশ চন্দ্র দাশ বলেন, ‘তোমাদের এসব কাজ আমাকে অনেক উৎসাহিত করে ও আশা জাগায়। ভবিষ্যতেও এমন সৃজনশীল কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখো। সব সময় অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য।

মূখ্য আলোচক-হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, অধ্যাপক পার্থসারথি নাগ, সম্মানিত অতিথিঋন্দ সিলেট মহনাগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব, গীতা সংঘ করেরপাড়া সভাপতি অরবিন্দু দাশ, সিলেট মহনাগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য সুদীদ দেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবুল দেব, যিশুপদ পাল, গোপেশ সূত্রধর, দেবজ্যোতি মজুমদার রতন, মনোজ দাশ চৌধুরী, সঞ্জয় দেব, প্রবাল ভট্টাচার্য,

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জ্যোতি ভূষন গুপ্ত, প্রজিত মোদক, সুভাষ দেব, সুখ রঞ্জন চন্দ, প্রদীপ দাশ, অজয় তালুকদার, নিপু দেব সাবলুপাঠক, সঞ্চু দেব, ঝুমুর চৌধুরী, সুমিত দেব, রজত চক্রবর্তী, রিপন ঘোষ,কমল রায়, সমীরন দাশ, সাংবাদিক ও লেখক আশিষ দেব, জুয়েল দাশ, শিলু শর্মা, সজিব, পাপ্পু, অর্পন, জয়, মুন্না ও লেখকের মা মীরা চৌধুরী, স্ত্রী পুত্র অনেক স্বজন, পবিত্র গীতা পাঠ করেন, কনক জ্যোতি মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন, জ্যোতিষ শাস্ত্রের কথা গ্রন্থের লেখক চিন্ময় চৌধুরী মিথুন, দেবাশীষ ,শ্যাম, তপু,দিপু কপালি, বিশিষ্ট ছড়াকার প্রশান্ত লিটন, সাব ইন্সপেক্টর ও গুনি সংঙ্গীত শিল্পী বাসুদেব গোস্বামী উপস্থিত ছিলেন প্রমুখ। অনুষ্ঠান শেষে চিন্ময় চৌধুরী (মিথুন) রচিত গ্রন্থ “জ্যোতিষ শাস্ত্রের কথা” বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain