শিরোনাম :
সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে: কয়েস লোদী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিলে-এডভোকেট জুবায়ের গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার চোরাচালান জব্দ সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগ প্রজেক্ট “পান্থশালা”র আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন সম্প্রীতির বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে রোজাদারদের নিয়ে ইফতার পার্টিতে ডা. অভি রঞ্জন বড়ুয়া

সুনামগঞ্জে বোনের বাড়িতে গিয়ে বোনজামাইয়ের ভাগ্নেকে কুপিয়ে খুন!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ডেস্ক :: সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দা দিয়ে কুপিয়ে বোনজামাইয়ের ভাগ্নেকে খুন করার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। খুন হওয়া শিশু রিহান (৮) পূর্বলক্ষীপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলা থেকে তৌহিদ (২৮) নামের এক যুবক ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। আজ সোমবার সকালে আকস্মিকভাবে তার বোনজামাই হাবিব মিয়ার বোনের ছেলে রিহানকে দা দিয়ে কুপিয়ে খুন করেন তৌহিদ। এই ঘটনায় ঘাতক তৌহিদকে আটক করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

কী কারণে এই খুন, তা এখন অবধি নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তৌহিদ মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় ইউপি সদস্য ইমামুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা থেকে বোনজামাইয়ের বাড়িতে বেড়াতে আসে। সে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে আনে। আর এই দা দিয়েই সে তার বোনজামাইয়ের ভাগ্নেকে কুপিয়ে খুন করেছে।’
তিনি আরও বলেন, ‘খুনের পর আটক করা হলে তৌহিদ জানিয়েছে, প্রায়ই স্বপ্নে দেখে তাকে কে বা কারা দা দিয়ে তাড়া করে বেড়ায়। তাই আক্রমণ প্রতিহত করতে কিনে আনা দাটি নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে যায়। সোমবার সকালেও স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে তার সামনে শিশুটিকে আসতে দেখে দা দিয়ে অতর্কিত হামলা করে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।’

স্থানীয় থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় খুনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain