শিরোনাম :
শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে হলে ফিরলো শাবি ছাত্রীরা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রাধ্যক্ষের পদত্যাগের জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে হলে ফিরে গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আন্দোলনরত ছাত্রীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়ে হলে ফিরে তারা। এরআগে বেলা ১২টার দিকে প্রাধ্যক্ষ জাফরিন আহমদ লিজার পদত্যা্গের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীরা হলে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই সিরাজুন্নেসা হলের বর্তমান সহকারী প্রাধ্যক্ষ যোবাইদা কনক খানকে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন উপাচার্য।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ সন্ধ্যায় বলেন, ওই হলের প্রাধ্যক্ষ জাফরিন লিজা বর্তমানে অসুস্থতা জনিত ছুটিতে আছেন। তাই এখন কাজ চালানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া হবে। তবে এজন্য সময় প্রয়োজন।

খাবারের খারাপ মান, অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের অভিযোগে হল প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আন্দোলনে নামে ছাত্রীরা। রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হলের আবাসিক ছাত্রীরা। এ সময় সহকারী প্রাধ্যক্ষরা শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বললেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

পরে রাত আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এ সময় ছাত্রীরা শুক্রবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে নেয়ার সময়সীমা বেঁধে দিয়ে হলে ফিরে যান।

এরপর শুক্রবার ১২টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে এক মাস সময় চান। তবে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার সময় বেঁধে দেয় তাকে।

আন্দোলনরত ছাত্রীরা জানান, আগে থেকেই হল কর্তৃপক্ষের কাছে ডাবলিং নিষিদ্ধ করা, গণরুম না রাখা, অভিভাবকদের প্রবেশের অনুমতি দেয়া, খাবারের মান উন্নত করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করে আসছিলেন হলের শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, বৃহস্পতিবার এ সব নিয়ে তারা প্রাধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেন। তবে তিনি তাদের কথাকে গুরুত্ব না দিয়ে ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে হল থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain