শিরোনাম :
সিলেটের ১ কোটি ৭০ হাজার টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন এয়ারপোর্ট থানা শাখার র‌্যালি ও আলোচনা বালাগঞ্জ ওসমানী নগর কল্যাণ সমিতি সিলেটের জরুরী সভা অনুষ্ঠিত সিলেট সদরে অভিযান দুই দিনের মধ্যে পাথর মিল সরিয়ে নেওয়ার নির্দেশ শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : এড. এমরান চৌধুরী সিলেট সীমান্তে মানবপাচারকারী সহ ভারতীয় নারী আটক মানবাধিকার দিবসে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মানববন্ধন সাংবাদিকদের সাথে সিলেট জেলা জামায়াতের মতবিনিময় অর্থনৈতিক শুমারি-২০২৪’ উদ্বোধন উপলক্ষে সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের বর্ণাঢ্য র‌্যালি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্দ্যেগে বর্ণাঢ্য র‌্যালী

বিএনপি ‘না’ রোগে আক্রান্ত-সিলেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। সব কিছুতে না। তারা ‘না’ রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। মন্ত্রী শুক্রবার (২৮জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মানুষ খুশি হলেও বিএনপির পছন্দ হচ্ছে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুন্ন হয় সেজন্য টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই সাইন করে চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন ডিপার্টমেন্টে যে বাংলাদেশকে সাহায্য না দেয়ার জন্য।একটি দলের মহাসচিব কিভাবে এসব কাজ করতে পারেন? এরা আসলে দেশের ষড়যন্ত্রকারী। এরা দেশ বিরোধী। যারা নিজের দেশকে সাহায্য না করতে অন্যদের কাছে নিজেই সই করে চিঠি লিখতে পারে এরা মূলত দেশদ্রোহী।

ড. হাসান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের আয়োজন করেছেন। সেই সংলাপে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বিএনপি যায়নি। কারণ বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। সব কিছুতে না। তারা না রোগে আক্রান্ত। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও না। তবে অনেক রাজনৈতিক দল সংলাপে যায়। সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহনাগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ দলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain