শিরোনাম :
৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০ ভূমিকম্পে কাঁপল দিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় বাসিন্দারা আর্জেন্টিনাকে পেছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল আন্দোলনে আহত ৪০ জনকে সিঙ্গাপুর ও ব্যাংককে পাঠানো হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ নানা আয়োজনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেলাল আহমদের মৃত্যতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক ক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা সুয়েব ফিরোজ মুন্নাকে সংবর্ধনা প্রদান হবিগঞ্জে দুই সন্তানকে ‘হত্যার’ পর বাবার আত্মহত্যা

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩, ঘাতক চালক আটক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত ঘাতক কাভার্ডভ্যান চালকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের লেচু মিয়ার ছেলে খোকন মিয়া (৩০), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রাহিম মিয়া (১৪) ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের তারিক উল্লাহর ছেলে রিক্সা চালক জলফু মিয়া (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মো. সালেহ আহমেদ জানান, দুই ব্যক্তি শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক জলফু মিয়া মারা যান। গুরুতর আহত আবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সেখানে মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও রাহিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

(ওসি) আরো জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক কাভার্ডভ্যান চালক মোঃ বাবু মিয়া (৩৭)কে ভ্যানসহ আটক করা হয়েছে। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

ওসি বলেন, আটক বাবু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain