অনুসন্ধান নিউজ :: বৃহত্তর তেজগাঁও ইমাম-খতীব ঐক্য পরিদের পক্ষ থেকে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ২৭ ও ২৮ জুন সোম ও মঙ্গলবার দু’দিনব্যাপী নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
গত ২৮ জুন মঙ্গলবার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই রনসি, চিকারকান্দি, বাদ উল্ল্যাপুর, রউনি ৩৪ জন ইমাম ও মুয়াজ্জিন প্রত্যেককে ২ হাজার টাকা করে ও এলাকার বন্যার্তদের মধ্যে ৩০ হাজার টাকা এবং পাগলা ও জয়কলস মাদ্রাসার ৩২ জন শিক্ষক এবং হাওর বেস্টিত কাকিয়ারপার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শত পরিবারকে নগদ ২ দু’হাজার টাকা প্রদান করা হয়।
মসজিদ-ই-বাক্কাতিল মোবারাকা- কলাবাগান, ঢাকা এর উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলা পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ, ঠাইলা দুর্গাপুর উকিয়ারপার এলাকায় ৬ শত পরিবার কে নগদ অর্থ প্রদান করা হয়।
গত ২৭ জুন কাফরুল থানা ইমাম উলামা পরিযদ মিরপুর ঢাকা এর উদ্যোগে জগ্ননাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হয়।
পৃথক পৃথক নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। ঢাকা থেকে আগতদের মধ্যে মুফতি সিফাত উল্ল্যা, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা রফিকুল, ইসলাম, মাওলানা মিনহাজুল আরিফিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মুফতি মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।
এছাড়াও সৈয়দ তালহা আলম, শায়েখ আব্দুল হাফিজ, আব্দুস সালাম মুরাদাবাদি, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, শেখ শামছুল ইসলাম, নাছির তালুকদার, সৈয়দ আবিদ সরদার, মারজান চৌধুরী, তোফায়েল আহমেদ, মাওলানা মুজিবুর রহমান ফয়েজী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা হাফিজুর রহমান, মুফতী আল আমীন, হাবিবুর রহমান, আব্দুর রব, হাফিজ নাজমুল ইসলাম, হাফিজ শরিফুল ইসলাম, হাফিজ মনির হুসাইন, মাওলানা আবু উবায়দা, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নুর নবী, দেলেওয়ার হুসাইন, আবুল হাসনাত শিহাব প্রমুখ পৃথক পৃথক অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি