শিরোনাম :

শাল্লায় আখালিয়া করেরপাড়া লোকানাথ ব্রম্মচারী বাবা’র মন্দির এর খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আখালিয়া করেরপাড়া শ্রীশ্রী লোকানাথ ব্রম্মচারী বাবা’র মন্দির এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নে বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দিরাই শাল্লা উপজেলায় বিভিন্ন পানিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবা উদ্দিন সিরাজ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন। অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে সরকার। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এইসব অসহায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তিনি আরোও বলেন আখালিয়া করেরপাড়া লোকানাথ ব্রম্মচারী বাবা’র মন্দির এর মতো সবাইকে এগিয়ে আশার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগ সহ সভাপতি ও আখালিয়া করেরপাড়া লোকানাথ ব্রম্মচারী বাবা’র মন্দির কমিটির উপদেষ্ঠা শ্রী জগদিশ চন্দ্র দাশ, এপিপি, জজকোর্ট সিলেট এডভোকেট সামসুল ইসলাম, আখালিয়া করেরপাড়া লোকানাথ ব্রম্মচারী বাবা’র মন্দিও কমিটির সভাপতি শ্রী অরবিন্দু দাশ,
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অপরেশ দাস অপু, রতী লাল দাশ, সুব্রত দাশ অপু, প্রজিত মোদক, নিকেতন দাশ, সুমিত দেব, অর্পন ঘোষ, লিটন পাল, পূর্নিমা রানী দাশ, অরুন দাশ, টিপু দাশ, রিংকু দাশ, দিপ্ত দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain