হবিগঞ্জ :: হবিগঞ্জে ঈদুল-আজহা উপলক্ষে বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বোববার জেলার ৩৩৩টি আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল, লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম।
জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার ৩৩৩টি আশ্রয়কেন্দ্রের ১৫ হাজার ৩৯৯জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।