গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সেচ্ছাসেবকলীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনাড়ম্বর আয়োজন করে কেক কেটে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগ।
গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগ’র সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সয়ফুল আলম আবুল’র পরিচালনায় এ-সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল হাসান মারুফ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (মান্না), পূর্ব জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’ সভাপতি মোঃ বেলাল উদ্দিন, লেঙ্গড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র আহবায়ক মাসুক আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র আহবায়ক ইয়াকুব আলী মেম্বার, তোয়াক্কুল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান, রুস্তমপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র সভাপতি আব্বাস উদ্দিন, উপজেলা যুবলীগের অন্যতম নেতা জাকারিয়া রাব্বানী প্রমূখ।