কোম্পানীগঞ্জ ডেস্ক :: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা সড়কে সাদাপাথর পরিবহনের বাস দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকার শাহপরান ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস রাস্থা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর ঢুকে পড়ে। এতে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হোন। তাদের মধ্যে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। নিউজ লেখা পর্যন্ত আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাদাপাথর পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।