অনুসন্ধান নিউজ :: মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে আমার চেষ্টা আজীবন অব্যাহত থাকবে। তিনি সুনামগঞ্জ ও সিলেট সিটি করপোরেশন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতি প্রসংঙ্গে বিশ্ববাজারের পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং চান্দাই ছাহেব বাড়িতে তাঁর কৈশোর কালের স্মৃতিচারণ করেন।
শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই ছাহেব বাড়িতে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি’র সম্মানে আয়োজিত সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্যের কার্ডিফ সিটির সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমদের সভাপতিত্বে ও নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম. এ আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূছরাত লায়লা নীরা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক সহ সিলেট জেলা ও মহানগর এবং দক্ষিণ সুরমা আওয়ামীলীগ এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার, ডা. মিফতাহুল হোসেন সুইট, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বরইকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, (তেলিখাল ইউপির চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু, বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর উপদেষ্টা পরিষদের সদস্য ও জজ কোর্টের এপিপি এডভোকেট মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক মো. মিসবাহ উদ্দিন, বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু, প্রধান শিক্ষক আব্দুল খালিক, আব্দুল করিম, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কাজী তাজুল ইসলাম কয়েছ, আহমদ জাকারিয়া জামি, রোটারিয়ান আক্তার আহমদ প্রমুখ।
শুরুতে অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং চান্দাই ছাহেব (রঃ) এর মাজার জিয়ারত করা হয় এবং হাফেজ জায়েদ শেখ এর সুললিত কণ্ঠে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দদেরকে ক্রেস্ট প্রদান করেন নাহিদুল ইসলাম নাসিম, সায়মন ইসলাম, নুরুল ইসলাম মাসুম, গোলাম কিবরিয়া হিরা মিয়া, মাওলানা জালাল উদ্দীন আহমদ, শহিদুল ইসলাম লিটন, নুরুল আহমদ, মিছবাহ উদ্দিন, ইশতিয়াক আহমদ, খায়রুল বশর কয়েছ, আজাদ আহমদ, নিজাম উদ্দিন আহমদ, নাইম আহমদ, মিজানুর রহমান, জিহানুর রশিদ, মারজান রহমান। বিজ্ঞপ্তি