অনুসন্ধান নিউজ ::ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার ২০২৩-২৫ সেশনের নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে। তফশীল ঘোষনা অনুযায়ী আগামী ২৬ নভেম্বর ২০২২ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইডিইবি সিলেট জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার প্রশান্ত কুমার চৌধুরী এ তফশীল ঘোষনা করেন।
তফশীল অনুযায়ী আগামী ৯ ও ১০ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ, ১৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান, ১৪ নভেম্বর সোমবার রাত ৮টায় মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ নভেম্বর বুধবার রাত ৮টায় প্রতিযোগী প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও ২৬ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর তালতলা পুর্ত ভবন ৪র্থ তলাস্থ আইডিইবি’র কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইডিইবি সিলেট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রশান্ত কুমার চৌধুরী, নির্বাচন কমিশনার মো. রুহিন জাহাঙ্গীর, নির্বাচন কমিশনার শান্তনু চৌধুরী নির্বাচন পরিচালনায় সকলের সহযোগীতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি