শিরোনাম :
সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

জালালাবাদ গ্যাস কর্তৃক মহান বিজয় দিবস-২০২২ উদযাপন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর প্রধান কার্যালয়ে যথাযথ মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করা হয়। মহান বিজয় দিবস উদযাপন ২০২২ উপলক্ষে কোম্পানীর গ্যাস ভবন চত্বরে আজকের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে মেন্দিবাগস্থ নিজস্ব অডিটোরিয়ামে কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েদের তথা শিশু কিশোরদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও জালালাবাদ গ্যাস হতে অবসরগমনকারী কর্মকর্তা- কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
জালালাবাদ গ্যাসের অন্যান্য আঞ্চলিক কার্যালয় সমূহেও যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জালালাবাদ গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ মহান বিজয় দিবস-২০২২। বাঙ্গালী জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শী ও সুদুর প্রসারী চিন্তা চেতনার ফসল আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ। আজ আমাদের এই বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শত চক্রান্ত্রের বেড়াজাল চিহ্ন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে বর্তমান সরকার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবকিছুকে ছাপিয়ে অগ্রগতির সোপানে বাংলাদেশ এগিয়ে যাবেই। শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমদ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কোম্পানির ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোঃ আল এমরানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং তাদের পোষ্যগণ উপস্থিত ছিলেন। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain