শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগরের ৮নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেছেন, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোয় আলোকিত করতে হলে ধর্মকে আগলে ধরতে হবে। ধর্মান্ধতা কোন সমাজকে আলোকিত করতে পারে না। সকল ধর্মই মানবতার কল্যাণে নিহিত। তাই সকল ধর্মকে ভালোভাবে জানতে হবে ও মানতে হবে।
তিনি শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর কালীবাড়িস্থ মন্দিরে বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগরের ৮নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদেরকে ধর্মীয় জ্ঞান আহরণে সচেতন হতে হবে। সমাজকে কলুষমুক্ত করে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ হিন্দু পরিষদ ৮নং ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. অরুন উদয় ধর এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি দীপক রায় দিপু।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা অহীন্দ্র চৌধুরী পিনাক, হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী রতন দে, মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মলয় তালুকদার, মার্কেন্টাইল ব্যাংক লি. এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, সিলেট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী।
বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার কোষাধ্যক্ষ বিজয় চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মোহন লাল দাশ মৃদুল। বক্তব্য রাখেন, আখালিয়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যীশুপদ পাল, হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার রনজিত কুমার চৌধুরী, করেরপাড়া শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির ও আশ্রমের সভাপতি অরবিন্দু দাশ, আখালিয়া কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি কোষাধ্যক্ষ অমল দে, করের পাড়ার গীতা সংঘের সহ সভাপতি নিকেতন দাশ, বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কিংশুক রঞ্জন চৌধুরী, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল সুকেশ তালুকদার, সহ সভাপতি সুধাময় ঘোষ, বিরেন্দ্র দত্ত, বিদ্যুৎ সেন অনু, অঞ্জন দেব, ডা. অমিনাংশু দাস, শৈলেন্দ্র সমাজপতি, বাংলাদেশ হিন্দু পরিষদ ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি গণেশ দেব, নির্বাহী সভাপতি সজল আচার্য্য, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাঙ্গ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক গৌতম দেব প্রমুখ।
শুরুতে গীতা পাঠ করে তপশ্রী চক্রবর্তী। বেদমন্ত্র পাঠ করেন সিলেট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী। সম্মেলনে গণেশ দেবকে সভাপতি, সজল আচার্য্যকে নির্বাহী সভাপতি ও প্রবাল কান্তি ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু পরিষদ ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain