শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই-সিলেট সিটি মেয়র

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই। বৃক্ষরোপন ও পরিচর্যায় আমাদেরকে সচেতন হতে হবে।
তিনি শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরতলীর বাইপাস সুরমা গেইটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন এবং গার্ডেনার ও বৃক্ষ প্রেমীদের নিয়ে গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে মেজরটিলা থেকে শাহপরান পর্যন্ত রাস্তার দু’পাশে ময়লা আবর্জনা অপসারন করে ডিভাইডার নির্মাণের মাধ্যমে বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের জন্য তিনি সিলেট এগ্রো হাউজকে আহবান জানান।
সিলেট এগ্রো হাউজ এর কর্ণধার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে গেট-টুগেদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ও বৃক্ষ প্রেমিক আফতাব চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আফাজুর রহমান, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মার্কেটিং ডাইরেক্টর রোটারিয়ান মো. জাকির হোসাইন খাঁ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সবল কুমার তালুকদার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান সুরাইয়া রহমান খান, শাহপরান ক্যাম্পাসের ইনচার্য্য সাইফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain