শিরোনাম :
সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই-সিলেট সিটি মেয়র

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই। বৃক্ষরোপন ও পরিচর্যায় আমাদেরকে সচেতন হতে হবে।
তিনি শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরতলীর বাইপাস সুরমা গেইটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন এবং গার্ডেনার ও বৃক্ষ প্রেমীদের নিয়ে গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে মেজরটিলা থেকে শাহপরান পর্যন্ত রাস্তার দু’পাশে ময়লা আবর্জনা অপসারন করে ডিভাইডার নির্মাণের মাধ্যমে বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের জন্য তিনি সিলেট এগ্রো হাউজকে আহবান জানান।
সিলেট এগ্রো হাউজ এর কর্ণধার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে গেট-টুগেদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ও বৃক্ষ প্রেমিক আফতাব চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আফাজুর রহমান, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মার্কেটিং ডাইরেক্টর রোটারিয়ান মো. জাকির হোসাইন খাঁ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সবল কুমার তালুকদার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান সুরাইয়া রহমান খান, শাহপরান ক্যাম্পাসের ইনচার্য্য সাইফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain