অনুসন্ধান নিউজ ::পবিত্র বড়দিন উপলক্ষে সিলেটের চার্চগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। সিলেট প্রেসবিটারিয়ান চার্চে রোববার সকালে প্রার্থনার মাধ্যমে শুরু হয় যিশুখ্রিষ্টের জন্মদিন পালন কার্যক্রম।
এসময় প্রার্থনা সঙ্গীত পরিবেশন করা হয়। সুরে সুরে বিশ্বজগতের শান্তি কামনা করেন খ্রীষ্ট ধর্মাবলম্বীরা।
নতুন নতুন পোশাক পরে উৎসবে সামিল হন বিভিন্ন বয়সের মানুষ। হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্ম ও বর্নের মানুষ সামিল হয় আনন্দ আয়োজনে।
এছাড়াও কেক কাটা, সংগীতানুষ্ঠান, অতিথি আপ্যায়নে মুখরিত হয়ে ওঠে সিলেটের বিভিন্ন অঞ্চলের চার্চ ও খ্রিস্টানপাড়া।
এর আগে, রাতে চার্চগুলোতে কেক কাটা, আতশবাজি ও নাচ-গানের আয়োজন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।