শিরোনাম :
সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি বিএনপি সরকার গঠন করলে সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে-খন্দকার মুক্তাদির ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে’র নির্বাচনি প্রচারণায়-আফসর খান বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী? একুশে পদক প্রাপ্ত মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির’র মহাজীবনের অবসানে বাবৌযুপ সিলেটের শোক সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৬ নৈরাজ্য প্রতিরোধে সিলেটে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর’র আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: খেলাফত মজলিস সিলেট মহানগরীর নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ২১ শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয় বরং আমাদের চেতনার বীজমন্ত্র। ১৯৫২ সালের এই দিনে রফিক, সালাম, জব্বার, বরকত সহ অসংখ্য তরুণ ভাষার প্রেমে উজ্জীবিত হয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই সাথে ভাষা আন্দোলনকে তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তমদ্দুন মজলিস।
তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের অন্যতম দাবী ছিলো দেশের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন করা। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো যে, ভাষা আন্দোলনের সেই দাবীর সিকিভাগও আজ বাস্তবায়িত হয়নি। আজও সমাজের সকল স্তরে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। এমনকি খোদ হাইকোর্ট ও মামলা মোকদ্দমায় রায় দেয় ইংরেজি ভাষায়। অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় পর্যায় এখনও ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়।
তিনি বলেন, ভাষা আন্দোলনের ৭১ তম বর্ষে আমাদের স্পষ্ট দাবী হচ্ছে সমাজের সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে। অফিস, আদালতের দাপ্তরিক ভাষা হবে একমাত্র বাংলা। ছাত্র মজলিসকে এ দাবী আদায়ের লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সিলেট মহানগরের সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছিলেন সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগর বায়তুলমাল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাজিদুর রহমান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ সভাপতি মুহাম্মদ শামীম, মাদ্রাসা বিভাগ সভাপতি মাহবুবুর রহমান, শায়খুল হাদিস জোন সভাপতি আব্দুর রাহিম, মুহিব আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain