নিউজ ডেস্ক :: সিলেট নগরীর কাজিটুলা এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আহত হয়েছে এক যুবক। আহত যুবকের নাম নাহিদ ইসলাম (১৯)। তিনি পেশায় নির্মাণশ্রমিক। তার পিতা নুরুল ইসলাম। তারা কাজিটুলা আনোয়ার মিয়ার বাসার বাসিন্দা।
আজ বুধবার বিকাল ৫টায় ইফতারের আগে কাজিটুলা পুকুরপাড়ে এমন ঘটনা ঘটে।
আহত নাহিদ জানান, কাজিটুলা পুকুর পাড়ে বসে তিনি মোবাইল টিপছিলেন। এসময় রিফাত ও আবিদ নামের দুই যুবক (একজনের বাসা সাপ্লাই আরেকজনের বাসা শিবগঞ্জ) এসে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নাহিদ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছেন।