শিরোনাম :
আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা

বিএনপি নেতাদের ওপর ভিসা নীতি প্রয়োগ করা উচিত: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি নেতা-কর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় অভিযোগ তুলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে, তাহলে বিএনপি নেতাদের উপর ভিসা নীতি প্রয়োগ করা উচিত।’

শুক্রবার সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় ড. মোমেন বলেন, ‘বর্তমান সময়ে দেশে বিএনপির জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপির দাবি দুটি। তার একটি হলো, প্রধানমন্ত্রীর অপসারণ; দ্বিতীয়টি, খালেদা জিয়াকে সাজা না দেয়া।’

‘খালেদা জিয়াকে সাজা সরকার দেয়নি’ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের স্টেপ ডাউন কোনো গণতান্ত্রিক সমাজে হয় না। এটা সামরিক শাসনে সম্ভব। নেতৃত্বে অপরিপক্কতার কারণে তারা বারবার বিভিন্ন ইস্যু মিস করছে।’

‘নির্বাচন কমিশন এখন শক্তিশালী বলেই আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা বিষয়ে কড়াকড়ি করছে। একইভাবে বিএনপির ওপর সমানভাবে কড়াকড়ি আরোপ করা উচিত’, এমন মন্তব্যও করেন মন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ২২৭ জন পর্যবেক্ষক ও অসংখ্য সাংবাদিক আসবে।’

নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি ব্যক্তিগতভাবে তার অপছন্দ জানিয়ে ড. মোমেন বলেন, ‘আমরা আমাদের ভোট দেব। জনগণ যেভাবে ভোট দেবে, তাতেই আমি খুশি; জনগন ভোট না দিলে নাই। এটার সার্টিফিকেট বিদেশিদের কাছ থেকে কেন নিতে হবে? যুক্তরাষ্ট্র-ভারতের মতো পৃথিবীর অনেক দেশের নির্বাচনে তো পর্যবেক্ষক থাকে না!’

তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সদস্যরা। তারা তথ্য সংগ্রহ করছে। আগামীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কীভাবে তিক্ততা কমানো যায়, বিএনপি কেন নির্বাচনে আসেনি- এসব বিষয়ে জানতে চেয়েছেন তারা।

পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে ছিলেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain