নিউজ ডেস্ক :: ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান।
ওসি বলেন, ‘একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’