শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সফলের লক্ষ্যে ১,২,৩,১০,১১,১২,১৩ নং ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা সমাবেশ সফলের লক্ষ্যে ৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সভা সম্পন্ন নজরুল চেতনায় বাংলাদেশের পুনর্গঠন সিলেটে এক নারীর আত্মহত্যা-লাশ উদ্ধার অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ও সমাবেশ সফল করার লক্ষ্যে ওসমানীনগর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা সিলেটে বৃহস্পতিবার বজ্রবৃষ্টির আভাস তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের কাউন্সিল সম্পন্ন সভাপতি হুসাইন ও সাধারণ সম্পাদক নোমান

আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার সরকারি সফরে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেখানে পৌঁছে গত ১০-১১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ‘আবুধাবি ডায়ালগ’ শীর্ষক সংলাপে অংশ নেন তিনি। সংলাপে দক্ষ শ্রমিক প্রেরণে ঐক্যমত, বৈধ উপায়ে রেমিট্যান্স, নিরাপদ অভিবাসন এসব বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও সংলাপে সদস্যভুক্ত ১৬ দেশের প্রতিনিধিরা বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
এ সংলাপের ব্যাপারে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, শ্রমিক প্রেরণকারী দেশ ও শ্রমিক গ্রহণকারী দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এর ভিত্তিতে আগামী দুই মাস পর ডিক্লেয়ারেশন বের হবে। যেখানে শ্রমিক প্রেরণকারী দেশগুলো কীভাবে কাজ করবে, তাদের দক্ষ শ্রমিক প্রস্তুত, প্রশিক্ষণের ব্যবস্থা কি হবে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্রমিক সরবরাহের বিষয়টি ঠিক করা হবে।
সংলাপ শেষে গতকাল দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি আরবের মানবসম্পদমন্ত্রী আহমাদ বিন সুলাইমান আল রাজি ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদমন্ত্রী ড. আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী।
এদিকে সোমবার (১২-১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন প্রতিমন্ত্রী। এ বৈঠকে জনশক্তি প্রেরণকারী ১১টি ও ৭টি গ্রহণকারী দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, কনস্যুলার পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। দক্ষ শ্রমিক প্রেরণ ঐক্যমত, বৈধ রেমিট্যান্স, ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শ্রমিকদের যুগোপযোগী প্রশিক্ষণ এসব বিষয়ে উঠে আসে আলোচনায়।
সংযুক্ত আরব সফরে সেখানকার সিআইপি, সুধীসমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মুক্ত আলোচনা করেন প্রতিমন্ত্রী। সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটির নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রবাসী স্কিম’-এ সম্পৃক্ত হতে প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
এছাড়াও তিনি বৈধ উপায়ে আরও বেশি রেমিট্যান্স প্রেরণ এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রত্যেককে স্ব অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain