শিরোনাম :
সিলেটে রাজপথে জনসভা করেছে ‘আমার বাংলাদেশ-এবি পার্টি নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে স্মরণ সভা দক্ষিণ সুরমা ২৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন নন্দিরগাওঁ ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত ব্র্যাক এনডিডি সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন : স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম

তাহিরপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে বালিজুরি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইদ্রিস আলী সভাপতিত্ব করেন।

জেলা অফিসের উপপরিচালক (রু.দা.) মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইমান আলী।

বক্তাগণ তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তী প্রজন্মের কাছে তুকে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বাস্তব অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শোনান।

প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগ তিতিক্ষার ফল আমাদের এই দেশ। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।

জেলা তথ্য অফিসের উপপরিচালক (রু.দা.) মো. আব্দুছ ছাত্তার জানান, অনুষ্ঠান শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain