অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। রোযা রেখে আমরা অন্যায় কাজ করতে পারি না, কাউকে কষ্ট দিতে পারি না। বছরের বাকী মাসগুলোতে চলার জন্য রোজা আমাদেরকে এই শিক্ষা দেয়। রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো এই মাসে কুরআন নাযিল হয়েছে। তাই আমাদেরকে কুরআন অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সেই আলোকে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনকে সাজাতে হবে। তাহলেই দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করা সম্ভব।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন মহানগর হাসপাতাল শ্রমিক ইউনিয়ন পূর্ব থানার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হাসপাতাল শ্রমিক ইউনিয়ন মহানগর পূর্ব থাান সভাপতি মোঃ আল মোমিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সদরুজ্জমান নিজুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হাসপাতাল শ্রমিক মহানহর পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুর রউফ, হাসপাতাল শ্রমিক ইউনিয়ন পশ্চিম থানা সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজন, উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ রইস উদ্দিন, শ্রমিক নেতা শোয়েব আহমেদ, আমির হোসেন, সোহাগ রহমান, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আতাউর রহমান, সেলিম আহমদ, কাওছার মিয়া, মুয়াজ আল জাকারিয়া, ইম্পেরিয়াল হাসপাতাল ইউনিটের সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন প্রমূখ।