শিরোনাম :
সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত সিলেট মহানগরীর ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান

বন্যা কবলিত মানুষের মাঝে খেলাফত মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর বন্যা কবলিত মানুষের মাঝে খেলাফত মজলিস সিলেট মহানগরীর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে খেলাফত মজলিস সিলেট মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে গত ২১ জুন শনিবার নগরীর উপশহর, সাদার পাড়া, ধনুকানদি এলাকা, খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর, হাতুড়া এবং জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে পৃথক পৃথক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়। সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানার ৩৮-৩৯ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন উপলক্ষ্যে আজ শনিবার বিকাল ৪টায় স্থানীয় তানজিমুল কোরান মাদরাসায় আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ থানা সভাপতি মোঃ কামরুল ইসলাম, সেক্রেটারি ই এইচ এম শামীম, সিলেট সদর উপজেলা সহ সভাপতি আ খ ম লোকমান, ৩৮-৩৯ নং ওয়ার্ডের ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহবায়ক মুহাম্মদ জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসাইন, সদস্য সচিব মুহাম্মদ নাসিমুর রিয়াজ, সদস্য মাওলানা কাবুল আহমদ রুমমান, মাওলানা জমির আহমদ ও ওসমান কামরান প্রমুখ।

এদিকে, আজ শনিবার দুপুরে খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর ও হাতুড়া গ্রাম এবং নগরীর ৩৪ নং ওয়ার্ডের ধনুকানদি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, শাহপরান পূর্ব থানা সভাপতি মাস্টার মোঃ ফারুক মিয়া, সহ-ভাপতি খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, ইসলামী যুব মজলিস নেতা হাফিজ সাদিকুর রহমান, শ্রমিক মজলিস নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান প্রমূখ।

এছাড়াও আজ শনিবার সকাল ১০টায় নগরীর শাহজালাল উপশহর, সাদার পাড়া ও তেররতন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ইসলামী যুব মজলিস নেতা হাফিজ মাহবুবুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain