শিরোনাম :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে এবার ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান সহ ৮ দফা দাবিতে নগরিতে প্রেস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের পিঠা উৎসব, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন সিলেট-তামাবিল সড়কে প্রাণ হারালো তিন তরুণ “আলাল এর পিতার মৃত্যুতে জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট “র শোক প্রকাশ” সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উদযাপন রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয় : কাইয়ুম চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ-আর নেই ছাত্রনেতা আলাল এর পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি

আমি দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না : সিলেটের নবাগত এসপি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন- আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না। পরিবর্তিত পরিস্থিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলাপুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নতুন এসপি আরও বলেন- অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট এসপি কার্যালয়ের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি।

মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। প্রবাসীরা সকল সেবা নির্বিঘ্নে পাবে। চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবে জেলাপুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না। সকল ক্ষেত্রে সিলেটের নবাগত এসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এর আগে সিলেটের এসপি ছিলেন আব্দুল মান্নান। ৩০ আগস্ট মান্নানের কাছ থেেকে দায়িত্বভার গ্রহণ করেন মাহবুব। তিনি এর আগে পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা মোহাম্মদ মাহবুুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain