শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সফলের লক্ষ্যে ১,২,৩,১০,১১,১২,১৩ নং ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা সমাবেশ সফলের লক্ষ্যে ৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সভা সম্পন্ন নজরুল চেতনায় বাংলাদেশের পুনর্গঠন সিলেটে এক নারীর আত্মহত্যা-লাশ উদ্ধার অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ও সমাবেশ সফল করার লক্ষ্যে ওসমানীনগর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা সিলেটে বৃহস্পতিবার বজ্রবৃষ্টির আভাস তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের কাউন্সিল সম্পন্ন সভাপতি হুসাইন ও সাধারণ সম্পাদক নোমান

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে ৪ জন নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। স্কুলটি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর–পূর্বে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল প্রাঙ্গনে হঠাৎ গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক।

আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৪ বছর। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি জর্জিয়া পুলিশ। এমনকি এ হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি তারা।

স্থানীয় শেরিফ জুড স্মিথ এই হামলাকে ‘বর্ণনাতীত নৃশংসতা’ বলে আখ্যা দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনার কয়েক মিনিটের মধ্যে আইন প্রয়োগকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। অস্ত্রধারী আত্মসমর্পণ করে। সে হাল ছেড়ে দেয়, মাটিতে পড়ে যায় এবং অফিসাররা তাকে হেফাজতে নেয়।

বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, একের পর এক এ ধরনের ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain