অনুসন্ধান নিউজ ::
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ঘোষিত অক্টোবর সেবা মাস উপলক্ষে রবিবার, ২৭ অক্টোবর, হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামে প্রতিষ্ঠিত মজিদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের খাদ্য-সামগ্রী, কুরআন, শিক্ষা সামগ্রী, মশারী, প্রসাধনী সামগ্রী বিতরণ, ব্লাড গ্রুপিং, ডেঙ্গু সচেতনতা, হেলথ ক্যাম্পেইন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা আরবি হাতের লেখা, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন যৌথ ভাবে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং চিটাগাং ক্লাসিক।
সামগ্রিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী এলিট প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, ক্লাসিক প্রেসিডেন্ট লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন, লায়ন আবুল বশর, কর্নফুলী এলিটের আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সার্ভিস চেয়ারপারসন লায়ন মো. জাহেদ হোসেন, লায়ন আবুল বশর, মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার শাহা আজহারী।
আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ক্লাব ক্লাসিক সভাপতি লিও মো: মানিক, লিও ইমন তালুকদার, লিও শাহদাত ইসলাম, লিও তানভীর শাহরিয়ার, লিও ইমন, লিও শাহাদাত, লিও নাজিব, লিও রিহাব, লিও মানসিব।
অনুষ্ঠানে লায়নবৃন্দ বলেন লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতার উন্নীত করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।